ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনা-৫ আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলী আসগর লবী ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের হাতে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে অনুদানের চেক তুলে দিয়েছেন।
সোমবার রাতে এই চেক হস্তান্তর করে এই অনুদান প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোল্লা মোশাররফ হোসেন মফিজ, খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, অ্যাডভোকেট মুনিমুর রহমান নয়ন এবং আলহাজ্ব শাহজাহান জম্মাদ্দার।
এছাড়াও সাংবাদিক কাজী আব্দুল্লাহ, অরুন দেবনাথ, মাহবুবুর রহমান, এস রফিকুল ইসলাম, গাজী মাসুম, গাজী নাসিমসহ সাংবাদিক কল্যাণ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।