প্রেস বিজ্ঞপ্তি
নিজ গ্রাম ডুমুরিয়ার টোলনায় দাদা-দাদী ও পূর্বপুরুষের কবর জিয়ারত শেষে আজ বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণা শুরু করলেন খুলনা ৫ আসনের বিএনপির প্রার্থী,বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলী আসগার লবি। নির্বাচনী প্রচারণার শুরুর দিনে লবি ডুমুরিয়ার টোলনা মাঝেরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিশাল এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ডুমুরিয়া ফুলতলা আমার শিকড়। আমার জীবনের শেষ দিন পর্যন্ত এ মাটির সন্তান হিসেবে আপনাদের সেবা করে যেতে চাই। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আপনারই আমার সবচেয়ে বড় আপনজন। আগামী দিনের পথ চলার অনুপ্রেরনা। বেচে থাকার অবলম্বন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি আরো বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। ধানের শীষের দল বিএনপি যখনই ক্ষমতায় ছিলো, দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যখাত সমৃদ্ধ ও মজবুত ভিত্তিতে ছিলো। মানুষ নিরাপদে সুখে-শান্তিতে জীবন যাপন করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশটাকে সকল ক্ষেত্রে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে।
আগামীতে উন্নত, সুখী-সমৃদ্ধ স্বনির্ভর ডুমুরিয়া ফুলতলা গড়তে ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিতে তিনি সর্বস্তরের ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

বর্ষীয়ান নেতা আলি আসগার লবি বলেন, আপনারা বিগত ১৬ বছরে জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনে ভোট দিতে পারেননি। ভোটের বাক্স ছিনতাই, একদলীয় নির্বাচন এবং দিনের ভোট আগের রাতেই শেষ হয়েছে। এইসব দেখেছেন। আশা করছি, এইবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দিতে পারবেন। আপনাদের ভোটে বিএনপি ক্ষমতাসীন হলে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হবে দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়ে তুলবেন। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। ইতোমধ্যে তারেক রহমান সবাইকে নিয়ে একটি উন্নত দেশ গড়ার দৃঢ়আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি আরো বলেন,অতীতে যখনই সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, তখন বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। এইবারও ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসে মানুষের স্বপ্ন পূরণ করবে। তারেক রহমান দেশের মাটিতে পা রেখেই তাঁর পরিকল্পনার কথাই বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান অব দ্য কান্ট্রি, ফর মাই কান্ট্রি।
জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, ডুমুরিয়া বিএনপি’র সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন, কাজী মিজানুর রহমান, রফিকুল ইসলাম শুকুর, শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ আনোয়ার হোসেন, ফখরুল ইসলাম, মোহাম্মদ আলী, চয়ন শরীফ, শাহেদ আহমেদ, বাপ্পি পলাশ, মোল্লা সুলাইমান হোসেন,শেখ নাসির উদ্দিন, আলমগীর হোসেন, সাইফুল্লাহ তারেক প্রমুখ।