নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া:
খুলনার ডুমুরিয়া উপজেলার ‘বাগআচড়া বাদুরগাছা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি:’-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় এবং কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে ১২ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব মো: আব্দুস ছাত্তার গাজী (চেয়ার প্রতীক) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব সুজিৎ সরদার (হরিণ প্রতীক)।
কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন: সহ-সভাপতি পদে জনাব অমিয় কান্তি সরদার (মাছ), সহ-সম্পাদক পদে জনাব দেবব্রত সরদার (দোয়াত কলম), এবং কোষাধ্যক্ষ পদে জনাব কিরন সরদার (ফুটবল)।
এছাড়া সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব রঞ্জন সরদার, জনাব নরেশ মন্ডল ও জনাব রিপন মন্ডল। সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিতরা হলেন—জনাব বীরাঙ্গনা মহালদার, জনাব আশালতা মন্ডল, জনাব তপতী সরদার ও জনাব প্রিয়াংকা মন্ডল।
নির্বাচন কমিটির সদস্য ও এলজিইডি খুলনার কার্য সহকারী খলিলুর রহমান, উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন কমিটির সভাপতি সরদার জাহিদুর এবং তুষার সরদারের উপস্থিতিতে এই ফলাফল ঘোষণা করা হয়। স্থানীয়রা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই কমিটি গঠনকে ঐক্যের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।