গাজী মাসুম:
খুলনার ডুমুরিয়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংস্থার মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আল-আমিন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের হাতে ফুটবল, ভলিবল, ক্রিকেট সেটসহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়া হয়। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে।” তিনি আশা প্রকাশ করেন, এই ক্রীড়া সামগ্রী উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংস্থার রা। তারা বলেন, এ ধরনের সহযোগিতা ক্রীড়া চর্চায় শিক্ষার্থী ও তরুণদের আরও বেশি উৎসাহিত করবে।