বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিলেন, আগামী নির্বাচনে জাতি তাদের ‘লাল কার্ড’ দেখাবে। কারণ জনগণের মনোভাব এখন পরিবর্তনের পক্ষে-একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই দেশের মানুষের প্রধান চাওয়া।”

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিভিন্ন সময়ের সরকার দুর্নীতি, চাঁদাবাজি, ভিন্নমতের ওপর নির্যাতন এবং জনজীবনের অবনতির মাধ্যমে রাষ্ট্রকে দুর্বল করেছে।

যারা ৫৪ বছর রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের আমলে দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম-নির্যাতন, টাকা পাচার- এসবের দায় কে নেবে?’
তিনি দাবি করেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও বাজার–ঘাট, হাটবাজার ও মাঠদখলসহ নানা অনিয়ম অব্যাহত রয়েছে। তবে জামায়াত এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে তিনি উল্লেখ করেন।

জনগণ এখন পুরনো রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে পরিবর্তন চায় উল্লেখ করে তিনি বলেন, ‘উই নিড চেঞ্জ- এই পরিবর্তন আনতে পারবে জামায়াত। দুর্নীতিবাজদের বিদায় করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সময় এসেছে।

বক্তব্যে তিনি জামায়াত আমির ড. শফিকুর রহমানের সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক সমাবেশে দেওয়া বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘ক্ষমতায় গেলে জামায়াতের নির্বাচিত এমপি-মন্ত্রীরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি, প্লট বা বিশেষ সুবিধা নেবেন না। অন্যান্য দল এই প্রতিশ্রুতি দিতে পারবেন না। আমরা উন্নয়ন খাতের বরাদ্দ জনগণের সামনে প্রকাশ করবো এবং জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলব।’

তিনি উপস্থিত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ‘ভয় পাবেন না।